Thursday, September 28, 2023
EvalyNews

আগামী রবিবার থেকে খুলছে ইভ্যালি অফিস

আগামী রবিবার থেকে খুলছে ইভ্যালি অফিস

    স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২ আগস্ট (রোববার) থেকে ইভ্যালির অফিস সম্পূর্ণভাবে খোলা থাকবে। সরাসরি কাস্টমার সার্ভিসের জন্য অনলাইন অ্যাপোয়েন্টমেন্ট নিতে বলা হয়েছে।

     ১৫ আগস্ট রাতে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল তার ফেসবুকে ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার থেকে ইভ্যালি অফিস সম্পূর্ণভাবে খোলা থাকবে। সরাসরি কাস্টমার সার্ভিস এর জন্য অনলাইন অ্যাপোয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ করা হলো। এই সংক্রান্ত বিস্তারিত জানানো হবে। ইনশাল্লাহ ইভ্যালি পূর্ণ শক্তিতে কার্যক্রম চলতে থাকবে।’

    উল্লেখ্য যে, বিগত কিছু দিন যাবত সরকার চলাচলে বিধিনিষেধ আরোপ বা লকডাউন দেয়, বিধিনিষেধ নিয়মে ইভ্যালির কর্মীরা ‘হোম অফিস’ করে আসছিল। তাই সরাসরি কাস্টমার সার্ভিস বন্ধ ছিল। 

Rate this post