ইভ্যালি নিয়ে ডেইলি স্টার, প্রথম আলোর নোংরা মিশন
ইভ্যালি নিয়ে ডেইলি স্টার, প্রথম আলোর নোংরা মিশন
ডেইলি স্টারের একটা কাটপিস ভিডিও দেখলাম আজকে ইভ্যালিকে নিয়ে। ভিডিওর মোদ্দা কথা ইভ্যালির কাস্টমাররা তাঁদের অর্থ পাবেন না কিংবা কেউ কেউ পাবেন, বেশীরভাগই পাবেন না ইত্যাদি ইত্যাদি।
‘আমি খালি একবার বাহির হই। দেখবি কিভাবে আমি ঘুরে দাঁড়াই। আমি পালিয়ে যেতে চাইলে হাজার হাজার কোটি ট্র্যানজেকশান হবার সময় পালিয়ে যেতে পারতাম। আমার সেই সুযোগ ছিলো। আমার মাথাতেও আসেনি এই কথা। এই দেশে আমি ব্যবসা করতে চেয়েছিলাম, ব্যবসা করতে চাই এবং ব্যাবসা করবো’ – মোঃ রাসেল
ইভ্যালির আইনী দলের শুধু সমন্বয়ক কিংবা রাসেলের স্কুল ফ্রেন্ড বলেই নয়, বরং ভবিষ্যতে এই ই কমার্সের ক্রাইসিস নিয়ে লেখালেখি করবার জন্য বাংলাদেশের সবচাইতে বৃহৎ এই ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির মামলা পরবর্তী ঘটনায় ডকুমেন্ট, নথি-পত্র তথা প্রতিটি গলি-ঘুপচি আমি অনেকটা ঈগল পাখির মত তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে পর্যবেক্ষন করেছি ও করছি।
ডেইলি স্টার আর প্রথম আলো ইভ্যালির ব্যাপারে যা করেছে সেটিকে শুধু অন্যায় বলে আমি ‘অন্যায়’ শব্দকে আসলে তার প্রচলিত অর্থে সীমাবদ্ধ রাখতে চাইনা। এটি অন্যায়ের থেকেও বড় কিছু। এটি এই পুরো পত্রিকা দলটির ‘কোনো এক কারনে’ ইভ্যালির প্রধান নির্বাহী রাসেলের প্রতি প্রতিশোধ নেবার নোংরা মিশন যা তারা দীর্ঘ সময় ধরে পুষে রেখেছিলো বলেই আমি মনে করি।
রাসেলের ব্যাবসায়িক দূর্বল দিক, তাঁর নানাবিধ ভুল-সিদ্ধান্ত কিংবা রাসেলের এই ব্যবসার স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনা পাতার পর পাতা হয়ত লেখা সম্ভব কিন্তু রাসেলের ক্ষেত্রে বা বিরুদ্ধে যেই অভিযোগকে আমি দু হাত দিয়ে সরিয়ে দেই, সেটি হচ্ছে রাসেলের বিরুদ্ধে আসা এই ডেইলি স্টার আর প্রথম আলো ডুয়ো’র এমন নানাবিধ মিথ্যে প্রোপাগান্ডা।
আমার হাতে থাকা সমস্ত কাগজ পত্র, মামলার নাড়ি-নক্ষত্র সমস্ত কিছুই পরিষ্কার নির্দেশ করে রাসেল কারো টাকা মেরে খাবে কিংবা কারো সাথে প্রতারণা করবে এমন উদ্দেশ্য নিয়ে একটি পা ফেলেন নি।
ডেইলি স্টার আর প্রথম আলোর এইসব প্রোপাগান্ডা, এইসব নিয়মিত ইতরামি, এইসব অসভ্যতা, নোংরামি, আর হলুদ সাংবাদিকতা এইসব গ্রাহকদের সামান্য বোকা বানাতে পারেনি। কারন সবাই বোঝে ডেইলি স্টার আর প্রথম আলো কেন ঘসে।
আরও পড়ুন…
- বাদীর আপোষে জামিন চাইলেও নামঞ্জুর, ইভ্যালির রাসেল দম্পতির মামলা
- সোশ্যাল মিডিয়া জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন ইভ্যালির রাসেল
- ব্রেকিং নিউজঃ ইভ্যালির গ্রাহকদের জন্য সুসংবাদ দিলেন হাইকোর্ট
- নিলামে গাড়ি বিক্রির বিরুদ্ধে ‘ইভ্যালি মার্চেন্ট ও কনজ্যুমার কোর্ডিনেশন কমিটি’র প্রতিবাদ সমাবেশ
- ইভ্যালির রাসেলকে নিজেদের জিম্মায় মুক্তি চান মার্চেন্ট-গ্রাহকরা
- সম্পদ বিক্রি নয়, ইভ্যালির ব্র্যান্ড ভ্যালু কাজে লাগানোর দাবিতে মানববন্ধন
- সিইওদের দ্রুত আইনি প্রক্রিয়া বের করে আনাটাই এখন জরুরী – শফিকুজ্জামা
- ইভ্যালি কিভাবে লাভমান হবে?