Friday, November 22, 2024
EvalyNews

ইভ্যালিতে শুরু হচ্ছে Joy Fest ক্যাম্পেইন

ইভ্যালিতে শুরু হচ্ছে Joy Fest ক্যাম্পেইন

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে  শুরু হচ্ছে ইভ্যালির নতুন ক্যাম্পেইন Joy Fest. প্রায় পাঁচ শতাধিক মার্চের নিয়ে যাত্রা শুরু করে ইভ্যালি। গত ২৮ অক্টোবর “ধন্যবাদ উৎসব” দিয়ে আবার শুরু হয় ইভ্যালি। 

তার আগে ইভ্যালি ভেরিফাইড ফেসবুক পেইজে পোষ্ট করেন- “ধন্যবাদ আপনাদের, আমাদের সাথে থাকার জন্য। আপনাদের পূর্বের অর্ডার ডেলিভারি করতে এবং নতুন কিছু চমকপ্রদ সার্ভিস দিতে ইভ্যালির এই যাত্রা। অভিযোগ বিহীন ইকমার্স তৈরির আদর্শ উদাহরণ তৈরি করব আমরা আপনাদের সাথে নিয়েই। আপনাদের সকল ধরনের অপেক্ষা সমাপ্তি এর লক্ষ্য নিয়ে শুরু হতে যাচ্ছে “ধন্যবাদ উৎসব”। ধন্যবাদ বাংলাদেশ!

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান আগের মতো অফারে ব্যবসা করবে না ইভ্যালি। তিনি বলেন আগের মতো অফার নয়, আকর্ষণীয় দামে এবং প্রতিটি পণ্যে মুনাফা করেই বিক্রি করবে ইভ্যালি। আগামী এক বছর নিরবচ্ছিন্নভাবে ব্যবসা করতে পারলে প্রথম বিনিয়োগ থেকেই গ্রাহকদের সব দেনা পরিশোধ করা সম্ভব। আরো উল্লেখ করেন, ইভ্যালি এইবার প্রথম দিন থেকেও লাভে পণ্য বিক্রয় করবেন।  

জানা যায় ইভ্যালি মূল সার্ভার চালু করার আগ পর্যন্ত নতুন সার্ভারে ‘পিক এন্ড পে’ ও ‘সিওডি’ মধ্যমে ব্যবসা কার্যক্রম চালু থাকবে। মূল বা পুরানো সার্ভার বিষয় ইভ্যালি জানান, পুরাতন সার্ভার এর ইস্যুতে Amazon কে পেমেন্ট করাসহ অনেকগুলো বিষয়ে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছি এবং এই বিষয়ে যথেষ্ট অগ্রগতিও হয়েছে। পুরাতন সার্ভার চালু হবার সাথে সাথেই পুরাতন সকল তথ্য গ্রাহক নতুন অ্যাকাউন্টে দেখতে পাবে। গ্রাহকে এখন ই-মেইল ব্যবহার করে নতুন একটি পাইমারি একাউন্ট খুলে নিতে হবে। পরবর্তীতে ভেরিফিকেশনের মাধ্যমে অন্য সব একাউন্টে তথ্য মূল/পাইমারি নতুন একাউন্টে যুক্ত করা হবে বলে জানান ইভ্যালি।

Rate this post